Article ” A ” এর ব্যবহার | Correct use of ” A ” in Bengali
ইংরেজি ভাষায় Articles বলতে আমরা a, an এবং the কে বোঝাই। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোথায় বসবে? আজ এখানে আমরা ‘A’ কোথায় কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা করবো,কেমন । এই ব্লগ এ আমরা আলোচনা করব ” A ” এর ব্যবহার নিয়ে।
Article – ” A ” এর ব্যবহার। USE OF ” A ” in English Grammar
তবে আলোচনা করার আগে আমরা একটু খেয়াল রাখবো যে A এবং AN কে সাধারণ ARTICLE বলে ( INDEFINITE ARTICLE) আর THE কে
বিশেষ ARTICLE (DEFINITE ARTICLE) বলে।
A girl- যেকোনো একটি মেয়ে
A lion- যেকোনো একটি সিংহ
A person- যেকোনো একটি লোক
A house- যেকোনো একটি বাড়ি
এই উদাহরণ গুলি থেকে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে – 1)Noun/pronoun এর আগে Aবসবে এবং 2) noun/pronoun টিকে একবচন( singular ) হতে হবে।
একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে উপরের উদাহরণের প্রতিটি noun/pronoun শুরু হয়েছে CONSONANT অর্থাৎ A,E,I,O,U – এই পাঁচটি VOWEL দিয়ে শুরু হয়নি।
এবার তাহলে আমরা বলতে পারি যে : noun/pronoun যদি CONSONANT দিয়ে শুরু হয় এবং singular হয় তাহলে তার আগে A article টি ব্যবহার করতে হবে।
তবে এর বাইরেও কিন্তু দুরকম ব্যবহার আছে:
১ম ব্যবহার — ‘একটিমাত্র ‘ বোঝাতে গেলে- যেমন-
A stitch in time saves nine.
I want only a girl to attend her.
২য় ব্যবহার — শব্দে ব্যবহার হয়ে কোনো VOWEL এর উচ্চারণ যদি “u” অথবা ” wa” হয় — যেমন—
a one rupee note
a university
বিশেষ ব্যবহার —
1) few, little, lot of – র আগে a ব্যবহার করা যায়। যেমন —
There are a few apples on the table.
There are a lot of books in this library.
There is a little water in the jar.
2) বিষ্ময়সূচক বাক্যে (EXCLAMATORY)
অনেক সময় a র ব্যবহার করা যায়। যেমন-
What a great news!
এরপর আমরা Article AN এর ব্যবহার নিয়ে আলোচনা করবো।