লাভ ক্ষতির অংক করার শর্টকাট টেকনিক
PART— III
আগের দুটি পর্বে আমরা লাভ ক্ষতি- র প্রাথমিক ধারণা এবং ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য-র কম/বেশি চরিত্রের অঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। লাভ ক্ষতি অঙ্কের আরও কয়েকটি ধরন/চরিত্র রয়েছে। যেমন:
1) ধার্য মূল্য ও ছাড়,
2) পাইকারি বিক্রেতা থেকে ক্রেতা
3) একসাথে ক্রয় করে পৃথক বিক্রি
4) টাকায় 4/5 টি দ্রব্য ক্রয় করে বিক্রি করা
5) বিভিন্ন দামের দ্রব্য মিশ্রণ করে বিক্রি করা ইত্যাদি ইত্যাদি।
Also Read: লাভ ক্ষতির অংকের শতকরা হার নির্ণয় করার শর্ট টেকনিক – Part 2
আমরা পর পর এই বিষয়ে আলোচনা করবো এবং উদাহরণের সাহায্যে বুঝতে চেষ্টা করবো।
প্রথমে— ধার্য মূল্য ও ছাড়—
================
কোনো দ্রব্যের ধার্য মূল্য বলতে আমরা সহজ করে বলতে পারি যে এটা বিক্রয়মূল্যের থেকে বেশি এমন একটা মূল্য যেখান থেকে ছাড় দিলে তবেই বিক্রয়মূল্য পাওয়া যাবে।
অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় এবং 20% ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয়মূল্য হবে 80 টাকা।
এবার দ্রব্যটি র ক্রয়মূল্য যদি 60 টাকা হয় তবে বিক্রেতার 20 টাকা লাভ হবে। শতকরা হারে প্রকাশ করতে হলে বলবো — 20/60 × 100 =331/3%। এবার এই যে তিনটি বিষয়— ধার্য মূল্য, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এবং লাভ/ক্ষতির শতকরা হার — এই নিয়ে অঙ্কগুলি তৈরি করা হয়।আমাদের কাজ হবে অঙ্কটা মন দিয়ে পড়া এবং বুঝতে চেষ্টা করা কোন্ কোন্ বিষয় দেওয়া হয়েছে এবং কোন্ বিষয়টি নির্নয় করতে হবে।
কয়েকটি উদাহরণ:-
1) এক ব্যবসায়ী তার দ্রব্যের ক্রয়মূল্যের উপর 20% বেশি মূল্য ধার্য করেন এবং 10% ছাড় দিয়ে বিক্রি করেন। এতে তার শতকরা কত লাভ হবে?
উ: ধার্য মূল্য = 100 + 20 = 120 টাকা
10% ছাড়ে বিক্রয়মূল্য = ধার্য মূল্যের 90% =
120× 90%=108 টাকা।
অতএব শতকরা 8% লাভ হবে।
2) 80 টাকা ধার্য মূল্যের দ্রব্য 68 টাকায় বিক্রি করলে শতকরা কত ছাড় দেওয়া হয়?
উ: ছাড় = 80 – 68 = 12 টাকা
ছাড়ের শতকরা হার = 12/80 ×100=15%।
Must Read: লাভ ক্ষতি অংকের শর্ট টেকনিক
3)এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 25% ছাড়ে একটি দ্রব্য কিনে 660 টাকায় বিক্রি করে 10% লাভ করলে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল?
উ: ব্যবসায়ীর ক্রয়মূল্য 100 – 25 =75 টাকা।
বিক্রয়মূল্য 75 × 110% = 82.5টাকা
এখন 82.5 টাকা বিক্রয়মূল্য হয় যখন দ্রব্যটির ধার্য মূল্য ছিল 100 টাকা।
অতএব 660 টাকা বিক্রয়মূল্য হলে ধার্য মূল্য হবে
100×10×660/825 = 800 টাকা।
নিজে কর :
1) ক্রয়মূল্যের উপর 20% বেশি মূল্য ধার্য করে শতকরা কত হারে ছাড় দিলে 8% লাভ হবে?
2) একটি দ্রব্য 150টাকা ধার্য মূল্য রেখে প্রথমে 20% ছাড় দেওয়া হোলো। ক্রেতাদের আরও কতটা ছাড় দিলে 108 টাকায় দ্রব্যটি বিক্রয় করা যাবে?